সম্পাদকীয়
ঘটনাটি দুঃখজনক এবং অপ্রত্যাশিত। পুলিশের হাতে অস্ত্র থাকে মূলত দুর্বৃত্ত বা অপরাধীকে ভয় দেখানোর জন্য অথবা আত্মরক্ষার জন্য। গুলিভর্তি আগ্নেয়াস্ত্র হাতে থাকে বলেই তা দিয়ে যখন-তখন যাকে-তাকে লক্ষ্য করে গুলি ছোড়া যায় না। কোনো অস্ত্রেরই যথেচ্ছ ব্যবহার করা যায় না। সে রকম হলে আইনের শাসন নয়, স্বেচ্ছাচারী ব্যবস্থা কায়েম হয়ে যায়! মানুষের নিরাপত্তা বিধান করা সশস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক দায়িত্ব। কারও জীবনই অনিরাপদ করে তোলা পুলিশের কাজ হতে পারে না। অথচ শনিবার রাতে সে ঘটনাই ঘটেছে।
রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের গার্ডরুমের সামনে মনিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছেন কাওছার আলী নামের অপর এক পুলিশ সদস্য। কী কারণে এবং কোন পরিস্থিতিতে মনিরুল হককে গুলি করে হত্যা করেছেন কাওছার আলী, তা এখনো স্পষ্ট নয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেছেন, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে দুজন কনস্টেবল ডিউটিরত ছিলেন। তাঁদের মধ্যে কনস্টেবল কাওছার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হন এবং তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাজ্জাদ হোসেনের শরীরে ৩টি গুলি লাগে। আক্রমণকারী কনস্টেবলকে নিরস্ত্র করে থানায় নেওয়া হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সুরক্ষিত দূতাবাস এলাকায় পুলিশের গুলিতে পুলিশ নিহত হওয়ার ঘটনাটি কূটনীতিকদের মধ্যে ভীতির কারণ হয়তো হবে না, তবে এটা আইনশৃঙ্খলার দুর্বলতা হিসেবে কেউ দেখলেও দেখতে পারেন। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত হবে বিষয়টিকে হালকাভাবে না দেখা।
আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, ডিউটিরত মনিরুল ও কাওছারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কাওছার মনিরুলকে লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। এতে ঘটনাস্থলেই মনিরুল নিহত হন এবং একজন পথচারী আহত হন। এই পুলিশ সদস্য উন্মাদের মতো আচরণ করছিলেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশের চাকরি সব সময় শান্তি রক্ষায় যুক্ত। কিন্তু কখনো কখনো অশান্তি সৃষ্টি করা হয়, এটি তার একটি উদাহরণ।
আবার ডিপ্লোমেটিক সিকিউরিটি জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকার বলেছেন, প্রাথমিকভাবে আক্রমণকারী পুলিশ সদস্যের ব্যাপারে জানা গেছে, তিনি পাঁচ-ছয় দিন ধরে খুব চুপচাপ ছিলেন। অন্য সহকর্মীদের সঙ্গেও কথা বলছিলেন না। আবার এটাও জানা গেছে, ডিপ্লোমেটিক এলাকায় একজন কনস্টেবলকে এক দিনে ১৬ ঘণ্টা ডিউটি করতে হয়। এই ডিউটি করার কারণে কেউ মানসিকভাবে অবসাদগ্রস্ত হচ্ছেন কি না, সেটাও দেখা দরকার। আক্রমণকারী পুলিশ সদস্যদের ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া দরকার।
ঘটনাটি দুঃখজনক এবং অপ্রত্যাশিত। পুলিশের হাতে অস্ত্র থাকে মূলত দুর্বৃত্ত বা অপরাধীকে ভয় দেখানোর জন্য অথবা আত্মরক্ষার জন্য। গুলিভর্তি আগ্নেয়াস্ত্র হাতে থাকে বলেই তা দিয়ে যখন-তখন যাকে-তাকে লক্ষ্য করে গুলি ছোড়া যায় না। কোনো অস্ত্রেরই যথেচ্ছ ব্যবহার করা যায় না। সে রকম হলে আইনের শাসন নয়, স্বেচ্ছাচারী ব্যবস্থা কায়েম হয়ে যায়! মানুষের নিরাপত্তা বিধান করা সশস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক দায়িত্ব। কারও জীবনই অনিরাপদ করে তোলা পুলিশের কাজ হতে পারে না। অথচ শনিবার রাতে সে ঘটনাই ঘটেছে।
রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের গার্ডরুমের সামনে মনিরুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছেন কাওছার আলী নামের অপর এক পুলিশ সদস্য। কী কারণে এবং কোন পরিস্থিতিতে মনিরুল হককে গুলি করে হত্যা করেছেন কাওছার আলী, তা এখনো স্পষ্ট নয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেছেন, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে দুজন কনস্টেবল ডিউটিরত ছিলেন। তাঁদের মধ্যে কনস্টেবল কাওছার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হন এবং তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাজ্জাদ হোসেনের শরীরে ৩টি গুলি লাগে। আক্রমণকারী কনস্টেবলকে নিরস্ত্র করে থানায় নেওয়া হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সুরক্ষিত দূতাবাস এলাকায় পুলিশের গুলিতে পুলিশ নিহত হওয়ার ঘটনাটি কূটনীতিকদের মধ্যে ভীতির কারণ হয়তো হবে না, তবে এটা আইনশৃঙ্খলার দুর্বলতা হিসেবে কেউ দেখলেও দেখতে পারেন। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত হবে বিষয়টিকে হালকাভাবে না দেখা।
আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, ডিউটিরত মনিরুল ও কাওছারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কাওছার মনিরুলকে লক্ষ্য করে কয়েকটি গুলি করেন। এতে ঘটনাস্থলেই মনিরুল নিহত হন এবং একজন পথচারী আহত হন। এই পুলিশ সদস্য উন্মাদের মতো আচরণ করছিলেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশের চাকরি সব সময় শান্তি রক্ষায় যুক্ত। কিন্তু কখনো কখনো অশান্তি সৃষ্টি করা হয়, এটি তার একটি উদাহরণ।
আবার ডিপ্লোমেটিক সিকিউরিটি জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকার বলেছেন, প্রাথমিকভাবে আক্রমণকারী পুলিশ সদস্যের ব্যাপারে জানা গেছে, তিনি পাঁচ-ছয় দিন ধরে খুব চুপচাপ ছিলেন। অন্য সহকর্মীদের সঙ্গেও কথা বলছিলেন না। আবার এটাও জানা গেছে, ডিপ্লোমেটিক এলাকায় একজন কনস্টেবলকে এক দিনে ১৬ ঘণ্টা ডিউটি করতে হয়। এই ডিউটি করার কারণে কেউ মানসিকভাবে অবসাদগ্রস্ত হচ্ছেন কি না, সেটাও দেখা দরকার। আক্রমণকারী পুলিশ সদস্যদের ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া দরকার।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫