Ajker Patrika

নিরাপদ ডটকমের সিইও শাহরিয়ার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিরাপদ ডটকমের সিইও শাহরিয়ার রিমান্ডে

টিভি ফ্রিজ মোবাইলসহ নিত্যপণ্যে ৫০ শতাংশ ডিসকাউন্ট অফার। কম দামের প্রলোভনে হুমড়ি খেয়ে পরে গ্রাহকেরা। এক মাসেই ই-কমার্স সাইট নিরাপদ ডটকমে ১২ হাজার অর্ডারে আট কোটি টাকা যুক্ত হয় তাঁদের অ্যাকাউন্টে। টাকা নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহরিয়ার খান হয়ে যান লাপাত্তা। 

গ্রাহকেরা উপায় না দেখে থানায় মামলা করেন। অবশেষে আদাবর থানার একটি মামলায় শাহরিয়ার খান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের হাতে গ্রেপ্তার হয়েছেন। নেওয়া হয়েছে রিমান্ডে। 

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিরাপদ ডটকমের পণ্যের অর্ডার দিয়ে প্রতারণার শিকার ইশতিয়াক আহমেদ আদাবর থানায় মামলা করেন। থানা-পুলিশের পাশাপাশি ডিবি সাইবার ক্রাইম বিভাগ এই মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ায় রোববার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর থেকে শাহরিয়ার খানকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দুই দিনের পুলিশের রিমান্ডে দেয়। 

তিনি আরও জানান, নিরাপদ ডটকমে ৫০ শতাংশ ডিসকাউন্টে মোবাইল ফোন সেট, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, ওভেনসহ বিভিন্ন পণ্য ৩০ দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া কথা বলে গ্রাহকদের প্রলোভন দেখায়। প্রথম দিকে তাঁরা কিছু পণ্যের ডেলিভারি দিয়ে গ্রাহকদের দিয়ে তাঁদের পেজে ইতিবাচক রিভিউ দেওয়ায়। সাধারণ গ্রাহকদের মধ্যে বিশ্বাস স্থাপন করে। 

পরে অধিক সংখ্যায় অর্ডার এবং অগ্রিম অর্থ পেলে তাঁরা পণ্য ডেলিভারি না দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা শুরু করে। অনেক দিন পেরিয়ে গেলে গ্রাহকেরা বুঝতে পারেন তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। যারা চাপ প্রয়োগ করতে পেরেছেন তাঁদের টাকা রিফান্ডের কথা বলে ব্যাংক চেক দেওয়া হয়। কিন্তু ব্যাংকে টাকা না থাকায় গ্রাহক টাকা তুলতে পারেনি। বারবার চেক ডিজঅনার হওয়ার পর প্রতারক গ্রাহকদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়ে লাপাত্তা হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে ইশতিয়াক আহমেদ বাদী হয়ে আদাবর থানায় উক্ত মামলা দায়ের করেন। 
 
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ২ হাজারেরও বেশি ওয়েবসাইট ভিত্তিক ও প্রায় এক লাখের মতো ফেসবুক ভিত্তিক ই-কমার্স সাইট চালু আছে। চটকদার বিজ্ঞাপণে প্রলোভনে না পরে পণ্য বুঝে পেয়ে মূল্য পরিশোধ করলে এমন প্রতারণার হাত থেকে রেহাই পাওয়া যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত