ময়মনসিংহ প্রতিনিধি
ঈদকে সামনে রেখে ময়মনসিংহে সক্রিয় হয়ে উঠেছে নারী ও পুরুষ ছিনতাইকারী চক্রের সদস্যরা। নগরীতে প্রায়ই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। ফলে দিনের বেলায়ও মানুষ ঘর থেকে আতঙ্ক নিয়ে বের হচ্ছেন। পুলিশ নজরদারি বাড়ালেও ছিনতাই না কমায় উদ্বেগ জানিয়েছেন নাগরিক নেতারা। একই সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে চুরির ঘটনাও।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের কেনাকাটার জন্য বিভাগীয় শহর ময়মনসিংহের সবচেয়ে বড় বাজার এবি গুহ রোড, যা গাঙ্গিনারপাড় হিসেবে পরিচিত। ময়মনসিংহের মানুষ ছাড়াও অন্য জেলা থেকে কেনাকাটা করতে আসেন মানুষ। এই ভিড়ের সুযোগ সন্ধানে ছিনতাইকারী চক্রের সদস্যরা ভ্যানিটি ব্যাগ, গলার চেইন, মোবাইল ফোন কেড়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।
অনেক সময় ছিনতাইকারীরা গণধোলাইয়েরও শিকার হচ্ছে। চলতি রমজান মাসের শুরু থেকে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ালেও কয়েকটি ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। এ অবস্থায় মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার।
সম্প্রতি গাঙ্গিনারপাড় মোড়ে ছিনতাইয়ের শিকার হন জান্নাত আরা নামের এক নারী। তাঁর গলার চেইন ছিঁড়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। তিনি বলেন, সানকিপাড়া থেকে রিকশায় গাঙ্গিনার পাড় মার্কেটে যাওয়ার সময় একটি ছেলে চেইন টান দিয়ে ছিঁড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভালো করে তাঁর চেহারাটাও দেখতে পারেনি। যারা এসব কাজ করে, তাদের বিরুদ্ধে কঠোর না হলে ছিনতাই রোধ করা সম্ভব হবে না।
গত বুধবার নগরীর রাম বাবু রোডে সিটি স্কুল মার্কেটের দিপাবলী বাতিঘর ইলেকট্রনিকসের দোকানে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ধরা পড়ে তিন কিশোরী। স্থানীয় বাসিন্দারা ঘণ্টাখানেক তাদের আটক রেখে পুলিশে দেয়।
দিপাবলী বাতিঘরের মালিক দীপক কুমার বলেন, ‘বুধবার দুপুরের দিকে তিনজন কিশোরী দোকানে আসে ফ্যান কেনার জন্য। ফ্যানের দাম জিজ্ঞেস করার একপর্যায়ে তারা কিছু তার ভ্যানিটি বেগে ভরে ফেলে। পরে সিসি টিভি দেখে তাদের আটক করা হয়। শুধু আমার নয়, আরও অনেক দোকান ও রাস্তাঘাটে চুরি-ছিনতাই বেড়েছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি শক্ত আইন ছাড়া এসব রোধ করা সম্ভব নয়।’
জেলা জন-উদ্যোগের আহ্বায়ক নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘কোনো উৎসব বা পার্বণ এলেই অপরাধপ্রবণতা বেড়ে যায়। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করে। তবে আমি মনে করি, যারা পেশাদার অপরাধে জড়িত, তাঁদের তালিকা পুলিশের কাছে রয়েছে। সেই সব অপরাধীকে ঈদের আগে গ্রেপ্তার করা প্রয়োজন। তাহলে অপরাধ কমে যাবে।’
কোতোয়ালি মডেল থানার ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘গাঙ্গিনারপাড় গুরুত্বপূর্ণ একটি এলাকা। অপরাধপ্রবণতাও তুলনামূলক বেশি। যোগদানের ১০ দিনের মধ্যে তিন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করেছি। ঈদ সামনে রেখে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘বাংলা নববর্ষ, ঈদ, দুর্গাপূজায় সুযোগসন্ধানী একটি চক্র অপরাধ করার চেষ্টা করে। এবারের ঈদ সামনে রেখে বিশেষ করে নারী ছিনতাইকারী চক্রটিকে আমরা ধরার চেষ্টা করছি। এ চক্রের মূল সদস্যদের ধরতে পারলেও অনেক ছিনতাই রোধ করা সম্ভব হবে।’
জেলার পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘স্বভাবতই রমজানের ঈদ সামনে রেখে এক ধরনের অপরাধীর দৌরাত্ম্য বাড়ে—বিশেষ করে ছোটখাটো চুরি, ছিনতাই ও পকেটমারের। সে বিষয়টি মাথায় রেখে পুলিশি টহল বাড়ানো হয়েছে। মানুষ যেন শপিং করে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে।’
ঈদকে সামনে রেখে ময়মনসিংহে সক্রিয় হয়ে উঠেছে নারী ও পুরুষ ছিনতাইকারী চক্রের সদস্যরা। নগরীতে প্রায়ই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। ফলে দিনের বেলায়ও মানুষ ঘর থেকে আতঙ্ক নিয়ে বের হচ্ছেন। পুলিশ নজরদারি বাড়ালেও ছিনতাই না কমায় উদ্বেগ জানিয়েছেন নাগরিক নেতারা। একই সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে চুরির ঘটনাও।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের কেনাকাটার জন্য বিভাগীয় শহর ময়মনসিংহের সবচেয়ে বড় বাজার এবি গুহ রোড, যা গাঙ্গিনারপাড় হিসেবে পরিচিত। ময়মনসিংহের মানুষ ছাড়াও অন্য জেলা থেকে কেনাকাটা করতে আসেন মানুষ। এই ভিড়ের সুযোগ সন্ধানে ছিনতাইকারী চক্রের সদস্যরা ভ্যানিটি ব্যাগ, গলার চেইন, মোবাইল ফোন কেড়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।
অনেক সময় ছিনতাইকারীরা গণধোলাইয়েরও শিকার হচ্ছে। চলতি রমজান মাসের শুরু থেকে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ালেও কয়েকটি ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। এ অবস্থায় মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার।
সম্প্রতি গাঙ্গিনারপাড় মোড়ে ছিনতাইয়ের শিকার হন জান্নাত আরা নামের এক নারী। তাঁর গলার চেইন ছিঁড়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। তিনি বলেন, সানকিপাড়া থেকে রিকশায় গাঙ্গিনার পাড় মার্কেটে যাওয়ার সময় একটি ছেলে চেইন টান দিয়ে ছিঁড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভালো করে তাঁর চেহারাটাও দেখতে পারেনি। যারা এসব কাজ করে, তাদের বিরুদ্ধে কঠোর না হলে ছিনতাই রোধ করা সম্ভব হবে না।
গত বুধবার নগরীর রাম বাবু রোডে সিটি স্কুল মার্কেটের দিপাবলী বাতিঘর ইলেকট্রনিকসের দোকানে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ধরা পড়ে তিন কিশোরী। স্থানীয় বাসিন্দারা ঘণ্টাখানেক তাদের আটক রেখে পুলিশে দেয়।
দিপাবলী বাতিঘরের মালিক দীপক কুমার বলেন, ‘বুধবার দুপুরের দিকে তিনজন কিশোরী দোকানে আসে ফ্যান কেনার জন্য। ফ্যানের দাম জিজ্ঞেস করার একপর্যায়ে তারা কিছু তার ভ্যানিটি বেগে ভরে ফেলে। পরে সিসি টিভি দেখে তাদের আটক করা হয়। শুধু আমার নয়, আরও অনেক দোকান ও রাস্তাঘাটে চুরি-ছিনতাই বেড়েছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি শক্ত আইন ছাড়া এসব রোধ করা সম্ভব নয়।’
জেলা জন-উদ্যোগের আহ্বায়ক নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘কোনো উৎসব বা পার্বণ এলেই অপরাধপ্রবণতা বেড়ে যায়। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করে। তবে আমি মনে করি, যারা পেশাদার অপরাধে জড়িত, তাঁদের তালিকা পুলিশের কাছে রয়েছে। সেই সব অপরাধীকে ঈদের আগে গ্রেপ্তার করা প্রয়োজন। তাহলে অপরাধ কমে যাবে।’
কোতোয়ালি মডেল থানার ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘গাঙ্গিনারপাড় গুরুত্বপূর্ণ একটি এলাকা। অপরাধপ্রবণতাও তুলনামূলক বেশি। যোগদানের ১০ দিনের মধ্যে তিন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করেছি। ঈদ সামনে রেখে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘বাংলা নববর্ষ, ঈদ, দুর্গাপূজায় সুযোগসন্ধানী একটি চক্র অপরাধ করার চেষ্টা করে। এবারের ঈদ সামনে রেখে বিশেষ করে নারী ছিনতাইকারী চক্রটিকে আমরা ধরার চেষ্টা করছি। এ চক্রের মূল সদস্যদের ধরতে পারলেও অনেক ছিনতাই রোধ করা সম্ভব হবে।’
জেলার পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘স্বভাবতই রমজানের ঈদ সামনে রেখে এক ধরনের অপরাধীর দৌরাত্ম্য বাড়ে—বিশেষ করে ছোটখাটো চুরি, ছিনতাই ও পকেটমারের। সে বিষয়টি মাথায় রেখে পুলিশি টহল বাড়ানো হয়েছে। মানুষ যেন শপিং করে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৬ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৯ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২০ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫