Ajker Patrika

গ্রেপ্তার হওয়ার মতো সকল অপরাধ করেছেন শামীম হক: একে আজাদ 

ফরিদপুর প্রতিনিধি
গ্রেপ্তার হওয়ার মতো সকল অপরাধ করেছেন শামীম হক: একে আজাদ 

গ্রেপ্তার হওয়ার মতো সকল অপরাধ করেছেন শামীম হক এমন দাবি করে একে আজাদ বলেন, ‘তিনি কি গ্রেপ্তার হতে পারেন না।’ মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রকে আচরণ বিধি ভঙ্গের দায়ে গ্রেপ্তারের উদাহরণ টেনে শামীম হকের প্রসঙ্গে একে আজাদ বলেন, ‘গ্রেপ্তার হওয়ার জন্য উনি সকল অপরাধ করেছেন। তিনি কি গ্রেপ্তার হতে পারেন না। তাহলে প্রশাসন উনাকে ফেভার করল নাকি আমাকে ফেভার করল। ভোটে হেরে গিয়ে উনি প্রশাসনকে দোষারোপ করছেন। শামীম হক জেলা আওয়ামী লীগের সভাপতি ও আমার ভাই। আমি তাকে অনুরোধ করছি সকল ভেদাভেদ ভুলে আসুন আমরা একসঙ্গে ফরিদপুরের উন্নয়ন করি। ভোটে হেরে গিয়ে কাউকে দোষারোপ না করে আসুন একসঙ্গে কাজ করি।’

একে আজাদ বলেন, সারা বাংলাদেশের মতো ফরিদপুরেও সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হয়েছে। ফরিদপুরের ৫২ শতাংশ ভোটার ভোট দিয়েছে। কিছু কেন্দ্রে শামীম হকের অনুসারীরা পেশিশক্তি প্রয়োগ করেছেন। এরকম দুই একটি ঘটনা ছাড়া ফরিদপুরে নিরব ভোট বিপ্লব ঘটিয়েছেন জনগণ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বিপুল ঘোষ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেনসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের নেতৃত্বে গঠিত বিভিন্ন কমিটিকে অবৈধ ঘোষণা করেন দলটির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বিপুল ঘোষ। তিনি বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনার বাইরে উনি জোড় করে অনেক কমিটি গঠন করেছেন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, এ সমস্ত কমিটি অবৈধ, আমরা মানিনা। পূর্বে যারা ছিল তারাই থাকবে।’

বিপুল ঘোষ শামীম হককে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘শামীম হক নতুন করে এখানে গেঞ্জ্যাম (সংঘর্ষ) বাধানোর চেষ্টা করতেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টাও করতেছে। সুতরাং, প্রশাসনের উচিত অনিতবিলম্বে তাকে গ্রেপ্তার করা। তাকে গ্রেপ্তার না করলে ফরিদপুরে নতুন করে আরও অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। সে গেঞ্জ্যাম বাধানোর জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। সুতরাং তাকে গ্রেপ্তার করা হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত