Ajker Patrika

‘কিছু না বললেও বোঝা যায় তাঁদের চাহনিতে’

রাশেদ নিজাম, ঢাকা
‘কিছু না বললেও বোঝা যায় তাঁদের চাহনিতে’

২০১৪ সালের ১৬ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ হন আবু বকর সিদ্দিক। তিনি পরিবেশবাদী সংগঠন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী। নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর ফেরত আসেন তিনি। অপহরণকারীরা তাঁকে রাজধানীর মিরপুর আনসার ক্যাম্প এলাকায় ফেলে যায়। এটুকু তথ্যই জানা যায় তাঁর মুখ থেকে। পরে আদালতে জবানবন্দি দিলেও কারা তাঁকে তুলে নিয়েছিল, কোথায় রেখেছিল—এমন কোনো তথ্যই আর মেলেনি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর বিভিন্ন প্রযুক্তিগত তথ্য ও তদন্তে সহায়তা দিয়ে আলোচিত হন প্রযুক্তিবিদ তানভীর জোহা। ২০১৬ সালের ১৬ মার্চ গভীর রাতে রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে নিখোঁজ হন তিনি। সপ্তাহখানেক পর ২২ মার্চ গভীর রাতে বাসায় ফেরেন তিনি। কিন্তু হঠাৎ গায়েব হয়ে যাওয়া নিয়ে এরপর কোথাও কোনো কথা বলেননি তিনি।

কেন তাঁরা কিছু বলতে চান না? আতঙ্ক না ভয়। মানবাধিকারকর্মী নূর খান লিটনের মতে, ‘গুম বা নিখোঁজ হওয়া মানুষ এমন একটা জায়গা থেকে ফিরে আসেন, তাঁরা সেই কথা মনে করতে চান না। সাত দিন, সাত মাস বা সাত বছর হোক, যাঁরা ফিরে এসেছেন, তাঁদের মনের মধ্যে এমন ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে আর বলা হয়েছে কোনো কথা প্রকাশিত হলে তিনি বা তাঁর পরিবারের জীবননাশের আশঙ্কা থাকবে। আদালত কিংবা গণমাধ্যমে তাঁদের চাহনি এবং চেহারার মধ্যে যে ভয়ার্ত ভাব দেখা যায়, তাঁরা কী অবস্থায় ছিলেন—সেটা পরিষ্কার হয়ে যায়।’

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। সারা বিশ্বে গুমের শিকার মানুষের স্মরণে পালিত হয় এই আন্তর্জাতিক দিবস। গুম হওয়া থেকে সবার সুরক্ষায় ২০০৬ সালের ২০ ডিসেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স আন্তর্জাতিক সনদটি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। পালন শুরু হয় ২০১১ সালের ৩০ আগস্ট থেকে। যদিও সেই সনদে এখনো স্বাক্ষর করেনি বাংলাদেশ।

এ তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছেন ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী। ঢাকা থেকে নিখোঁজের নয় দিন পর গত ১৮ জুন হঠাৎ ফিরে আসেন তাঁরা। যেখানে পরিবারের করা সাধারণ ডায়েরির বিপরীতে পল্লবী থানা-পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য ছিল ত্ব-হার শেষ অবস্থান ছিল গাবতলী, সেখানে উদ্ধারের পর রংপুর গোয়েন্দা পুলিশ জানায়, তাঁরা আত্মগোপনে ছিলেন গাইবান্ধায়!

গত ১০ বছরে রাজধানীসহ সারা দেশে গুম বা নিখোঁজ হওয়ার পর ফিরে আসার এমন গল্প অনেক। তবে কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার এমন প্রথম ব্যক্তি, যিনি নিখোঁজ থাকার পর ফিরে এসে মুখ খুলেছিলেন। অপহরণ ও উদ্ধারের পাঁচ মাস পর গণমাধ্যমকে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বলেছে, সেভাবেই তিনি বক্তব্য দিয়েছেন।

মানবাধিকার সংস্থা আধিকার এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে গুম হয়েছেন ছয়জন। এঁদের মধ্যে তিনজন ফিরে এসেছেন, বাকি তিনজনের কোনো হদিস নেই। মানবাধিকার সংগঠনগুলোর দেওয়া তথ্যে দেখা যায়, গত ১৩ বছরে মোট গুমের শিকার হয়েছেন ৫৯৮ জন। পরে ফিরে আসার পর গ্রেপ্তার দেখানো বাদেও এখনো ১৪৯ জন নিখোঁজ রয়েছেন।

আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘অনেক ক্ষেত্রেই গুমের পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত থাকে। তাই তারা কিছু বলে না। অন্যদিকে যিনি গুমের শিকার হন, তিনি সত্যটা প্রকাশ করলে আবারও ভয়ানক কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হবে—এই ভয়ে কিছু বলেন না।’ জ্যোতির্ময় বড়ুয়ার মতে, গুম হওয়ার পর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়—সেগুলো মনে করেই ভয়ে চুপ থাকেন সবাই।

তবে বেশির ভাগ মানুষ স্বেচ্ছায় গুম হন বলে মত পুলিশের। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো ব্যক্তি নিখোঁজ হয়েছেন—এমন অভিযোগ থানা-পুলিশে এলেই সেটা গুরুত্ব দিয়ে তদন্ত হয়। অধিকাংশ সময় দেখা যায়, মুক্তিপণের জন্য জিম্মি করা হয়। আবার দেখা যায়, উদ্দেশ্য চরিতার্থ করতে ভুক্তভোগী নিজ থেকেই আত্মগোপনে চলে যান। পুলিশের তদন্তে সেসব বিষয়ও উঠে আসে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত