Ajker Patrika

চাকরির কথা বলে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৪
চাকরির কথা বলে প্রতারণা

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফাঁদে ফেলা হতো চাকরিপ্রত্যাশীদের। তারপর টাকার বিনিময়ে দেওয়া হতো ভুয়া নিয়োগপত্র। এভাবে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে আস্থা গেটওয়ে লিমিটেড নামের প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে এমন জালিয়াতির পর গত বুধবার সিআইডির হাতে ধরা পড়েছেন ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল আমিন এবং ব্যবস্থাপনা পরিচালক এমডি হারুনর রশীদ বাদল।

সিআইডি কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসেন জানান, চাকরিপ্রার্থীদের জাল নিয়োগপত্র দিয়ে এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত টাকা নিত ওই প্রতিষ্ঠানটি। বুধবার ভাটারা এলাকা থেকে আল আমিন ও হারুনর রশীদকে গ্রেপ্তারের সময় পালিয়ে গেছে এই চক্রের আরও তিনজন। তাদের নামে ভাটারা থানায় মামলা হয়েছে।

সিআইডি কর্মকর্তা আরও জানান, যেসব নিয়োগে সাধারণত সরকারিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় না, সেসব চাকরি জন্য তাঁরা নিয়োগ বিজ্ঞপ্তি দিতেন। কারণ কেন্দ্রীয়ভাবে যেসব বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেগুলো সবাই জানে। বিজ্ঞপ্তির পর ওই চক্রের কয়েকজন ফোন নম্বর ও ঠিকানা নিয়ে চাকরিপ্রত্যাশীর সঙ্গে যোগাযোগ করতেন। আস্থা অর্জনে নিয়োগপত্রে স্থানীয় সাংসদের স্বাক্ষর নকল করে প্রলোভন দিতেন। এরপর ভুক্তভোগীরা নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগদান করতে গেলে জানতে পারতেন পুরো বিষয়টিই ভুয়া।

গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, চাকরিপ্রার্থীদের আবেদন ফরম, নিবন্ধন ফরম, জীবনবৃত্তান্তসহ বেশকিছু জিনিস জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

কোমর থেকে পিস্তল বের করে মহাখালীর ফার্মেসিতে চাঁদাবাজি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত