নাইজেরিয়ার বেন্যু রাজ্যে চলতি সপ্তাহে পৃথক হামলায় অন্তত ৭৪ জনকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। যে অঞ্চলে এ হত্যাকাণ্ড হয়েছে, সেখানে সম্প্রতি কৃষক ও যাযাবর পশুপালকদের মধ্যে ভূমি দখল নিয়ে সহিংসতা বেড়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা বেড়ে গেছে। এ কারণে উৎপাদন বাড়াতে গত কয়েক বছরে ওই অঞ্চলে কৃষিকাজের জন্য নির্ধারিত আবাদি জমির বিস্তার ঘটানো হয়েছে। ফলে যাযাবর পশুপালকদের জন্য তৃণভূমির পরিমাণ অনেক কমে গেছে। এরই জেরে ভূমি দখলকে কেন্দ্র করে বাড়ছে সহিংসতা।
বেন্যু রাজ্য পুলিশের মুখপাত্র ক্যাথেরিন আনেনে জানান, এমবানের স্থানীয় সরকারের এলাকায় গৃহহীনদের একটি আশ্রয়শিবির থেকে শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে মোট ২৮টি মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল বন্দুকধারী আকস্মিক নির্বিচারে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে।
ওই রাজ্যেরই উমোগিদি গ্রামে গত বুধবার সন্দেহভাজন পশুপালকেররা প্রায় অর্ধশত গ্রামবাসীকে হত্যা করে। বেন্যু রাজ্য গভর্নরের একজন নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা জানান, বুধবারের হামলার পর ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে শনিবার এক বিবৃতিতে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদি বুহারি। একই সঙ্গে ওই অঞ্চলে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে এ ধরনের হত্যাকাণ্ড প্রায়ই ঘটে। বেশির ভাগ সময়ই উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে হামলা ও হতাহতের খবর পাওয়া যায়।
নাইজেরিয়ার বেন্যু রাজ্যে চলতি সপ্তাহে পৃথক হামলায় অন্তত ৭৪ জনকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। যে অঞ্চলে এ হত্যাকাণ্ড হয়েছে, সেখানে সম্প্রতি কৃষক ও যাযাবর পশুপালকদের মধ্যে ভূমি দখল নিয়ে সহিংসতা বেড়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলের জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা বেড়ে গেছে। এ কারণে উৎপাদন বাড়াতে গত কয়েক বছরে ওই অঞ্চলে কৃষিকাজের জন্য নির্ধারিত আবাদি জমির বিস্তার ঘটানো হয়েছে। ফলে যাযাবর পশুপালকদের জন্য তৃণভূমির পরিমাণ অনেক কমে গেছে। এরই জেরে ভূমি দখলকে কেন্দ্র করে বাড়ছে সহিংসতা।
বেন্যু রাজ্য পুলিশের মুখপাত্র ক্যাথেরিন আনেনে জানান, এমবানের স্থানীয় সরকারের এলাকায় গৃহহীনদের একটি আশ্রয়শিবির থেকে শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে মোট ২৮টি মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল বন্দুকধারী আকস্মিক নির্বিচারে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে।
ওই রাজ্যেরই উমোগিদি গ্রামে গত বুধবার সন্দেহভাজন পশুপালকেররা প্রায় অর্ধশত গ্রামবাসীকে হত্যা করে। বেন্যু রাজ্য গভর্নরের একজন নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা জানান, বুধবারের হামলার পর ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে শনিবার এক বিবৃতিতে এসব হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদি বুহারি। একই সঙ্গে ওই অঞ্চলে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে এ ধরনের হত্যাকাণ্ড প্রায়ই ঘটে। বেশির ভাগ সময়ই উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা থেকে হামলা ও হতাহতের খবর পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১১ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
১৩ দিন আগেফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
১৯ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
২৩ দিন আগে