মাসুক রহমান মন্টুরির ভাই ময়নুল মিয়া বলেন, ‘বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ এসে আমার ভাইসহ তিনজনকে আটক করে নিয়ে যায়। আমরা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ক্যাম্পে জানিয়েছি। তারা বলেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।’
মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী মারা যাওয়ার তিন ঘণ্টা পর স্বামীও মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। মারা যাওয়া দুজন হলেন উপজেলার রাউৎগাঁওয়ের ওয়ারিছ মিয়া ও তাঁর স্ত্রী রিনা বেগম। ওয়ারিছ রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসা ও রাউৎগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
মৌলভীবাজারের তিন সীমান্ত দিয়ে ৭৬ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে বড়লেখা সীমান্ত দিয়ে ৪৮ জন, শ্রীমঙ্গলে ২৩ ও কুলাউড়া সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশ ইন করা হয়। আজ বৃহস্পতিবার তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে। আজ সোমবার উপজেলার চাঁদনীঘাট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন।