মৌলভীবাজার প্রতিনিধি
আমরা একটি বন্ধুপ্রতিম সমাজ গড়তে চাই। যেখানে ধর্মের ভিত্তিতে কাউকে বিবেচনা করা হবে না। কারণ, সবাই এ দেশের মালিক। আজ রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আয়োজিত চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব কথা বলেন।
চা-শ্রমিকদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘এ দেশে সব নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। চা-শ্রমিকদের দায়িত্বও সরকারকে অন্য নাগরিকদের মতো সমানভাবে নিতে হবে। তারা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব। তাদের সন্তানদের প্রতিভার বিকাশে পাশে থাকব।’
নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ‘শনিবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। এই বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে, যেখানে একটি ইতিহাস তৈরি হবে। প্রত্যেকটি মানুষ হাসিমুখে ভোট দিয়ে বের হবে। কেউ গিয়ে দেখবে না যে, একজনের ভোট অন্যজন দিয়ে এসেছে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। মানবিক করিডর না দেওয়ার বিষয়েও আমাদের অবস্থান সরকারকে জানানো হয়েছে।’
চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ছাড়াও শফিকুর রহমান মহিলা সুধী সমাবেশে এবং জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে যোগ দেন।
আমরা একটি বন্ধুপ্রতিম সমাজ গড়তে চাই। যেখানে ধর্মের ভিত্তিতে কাউকে বিবেচনা করা হবে না। কারণ, সবাই এ দেশের মালিক। আজ রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আয়োজিত চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব কথা বলেন।
চা-শ্রমিকদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘এ দেশে সব নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। চা-শ্রমিকদের দায়িত্বও সরকারকে অন্য নাগরিকদের মতো সমানভাবে নিতে হবে। তারা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব। তাদের সন্তানদের প্রতিভার বিকাশে পাশে থাকব।’
নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ‘শনিবার আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। এই বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, এমন একটি নির্বাচন হবে, যেখানে একটি ইতিহাস তৈরি হবে। প্রত্যেকটি মানুষ হাসিমুখে ভোট দিয়ে বের হবে। কেউ গিয়ে দেখবে না যে, একজনের ভোট অন্যজন দিয়ে এসেছে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। মানবিক করিডর না দেওয়ার বিষয়েও আমাদের অবস্থান সরকারকে জানানো হয়েছে।’
চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ছাড়াও শফিকুর রহমান মহিলা সুধী সমাবেশে এবং জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে যোগ দেন।
টাঙ্গাইলের সখীপুরে লাকী আক্তার (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
১৯ মিনিট আগেবিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জহির প্যাদা বলেন, ‘৫৪ লাখ টাকা দিয়ে দশমিনার হাট ইজারা নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় জায়গা না দিলে কী করব? সামনে কোরবানির ঈদ। এ সময় গরু বিক্রি না হলে আমার লোকসানে পড়তে হবে। তাই এখানে পশুর হাট বসাতে বাধ্য হয়েছি। ইউএনও জায়গা দিলে সেখানেই পশুর হাট বসবে।’
২২ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে নদী থেকে মাটি কাটার অভিযোগে মো. রাসেল নামের এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার বিকেলে উপজেলার নালী ইউনিয়নের গাংডুবি এলাকায় অভিযান চালানো হয়।
৩০ মিনিট আগেসংবাদ সম্মেলনে কোহিনুর কামাল বলেন, ‘লায়ন্স চট্টগ্রামে মানবকল্যাণ ও মানবসেবায় এরই মধ্যে যেসব কর্মসূচি ও প্রকল্প সাফল্যের সঙ্গে বাস্তবায়ন ও পরিচালনা করছে, এর মধ্যে রয়েছে স্বতন্ত্র আই ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। এটি পুরোদমে চালু হলে চট্টগ্রামবাসী উপকৃত হবে।
৩৮ মিনিট আগে