Ajker Patrika

চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে পোশাক, প্লাস্টিক ও জুস রপ্তানি বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৫, ১৩: ৪১
মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন। ছবি: আজকের পত্রিকা
মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে অবস্থিত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে তৈরি পোশাক, প্লাস্টিকসামগ্রী ও জুস রপ্তানি বন্ধ করেছে ভারত। গতকাল সোমবার থেকে এসব পণ্যের রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে, এই রুট দিয়ে পোশাক, প্লাস্টিক ও জুসজাতীয় পণ্য রপ্তানি করা যাবে না।

তবে বর্তমানে এ রুট দিয়ে মাছ, সিমেন্ট, অন্যান্য কিছু পণ্যের রপ্তানি অব্যাহত রয়েছে।

এই রপ্তানি নিষেধাজ্ঞায় চরম বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাবি এন্টারপ্রাইজের প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, ‘আমরা নিয়মিত চাতলাপুর দিয়ে প্লাস্টিকসামগ্রী ও জুস রপ্তানি করতাম। কয়েক দিন আগেও পণ্য পাঠানো হয়েছে। আজ থেকে হঠাৎ করে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

এ বিষয়ে রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া বলেন, ‘ভারত সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞাসংক্রান্ত চিঠি পাওয়ার পর আমরা রপ্তানি কার্যক্রম বন্ধ করেছি। তবে অন্য পণ্য রপ্তানি আগের মতোই চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত