জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়ে পোস্ট করায় পাঁচ নেতাকে অব্যাহতি দিয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ। গতকাল সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, ছাত্রলীগ যাঁদের অব্যাহতি দিচ্ছে, তাঁদের দলে আহ্বান জানাচ্ছে ছাত্রদল ও যুবদল।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন—চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আহমদ ও জুয়েল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শিপন আহমদ তালুকদার, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম হোসাইন এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৈয়দ রোম্মান।
অব্যাহতি পাওয়া শিপন আহমদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমি তার কিছুই জানি না। আর এ ব্যাপারে আমাকে কেউই কিছু বলেনি। শুধু ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তি দেখেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক অব্যাহতি পাওয়া এক নেতা মোবাইল ফোনে বলেন, ‘সাঈদীর ভিডিও দেখে ভালো লাগে, তাই উনি মারা যাওয়ার পর এক-দুইটা ভিডিও শেয়ার করেছিলাম। এ কারণে অব্যাহতি দিয়েছে।’
তিনি জানান, অব্যাহতির ঘোষণার পর এলাকার ছাত্রদল-যুবদলের নেতারা তাঁদের দলে আহ্বান জানাচ্ছেন। ফুলের মালা দিয়ে বরণ করবেন বলছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত বলেন, ‘সাজাপ্রাপ্ত চিহ্নিত রাজাকার দেশদ্রোহীদের পক্ষে কেউ পোস্ট দেবে, সংগঠনের জন্য এটা তো বড় ধরনের অপরাধ এবং শৃঙ্খলা পরিপন্থী। জরুরি সভা ডেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ জেলা ছাত্রলীগ নেবে।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানিয়ে পোস্ট করায় পাঁচ নেতাকে অব্যাহতি দিয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ। গতকাল সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, ছাত্রলীগ যাঁদের অব্যাহতি দিচ্ছে, তাঁদের দলে আহ্বান জানাচ্ছে ছাত্রদল ও যুবদল।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন—চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আহমদ ও জুয়েল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি শিপন আহমদ তালুকদার, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম হোসাইন এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৈয়দ রোম্মান।
অব্যাহতি পাওয়া শিপন আহমদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমি তার কিছুই জানি না। আর এ ব্যাপারে আমাকে কেউই কিছু বলেনি। শুধু ফেসবুকে প্রেস বিজ্ঞপ্তি দেখেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক অব্যাহতি পাওয়া এক নেতা মোবাইল ফোনে বলেন, ‘সাঈদীর ভিডিও দেখে ভালো লাগে, তাই উনি মারা যাওয়ার পর এক-দুইটা ভিডিও শেয়ার করেছিলাম। এ কারণে অব্যাহতি দিয়েছে।’
তিনি জানান, অব্যাহতির ঘোষণার পর এলাকার ছাত্রদল-যুবদলের নেতারা তাঁদের দলে আহ্বান জানাচ্ছেন। ফুলের মালা দিয়ে বরণ করবেন বলছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত বলেন, ‘সাজাপ্রাপ্ত চিহ্নিত রাজাকার দেশদ্রোহীদের পক্ষে কেউ পোস্ট দেবে, সংগঠনের জন্য এটা তো বড় ধরনের অপরাধ এবং শৃঙ্খলা পরিপন্থী। জরুরি সভা ডেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ জেলা ছাত্রলীগ নেবে।’
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১০ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৭ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২১ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৫ মিনিট আগে