Ajker Patrika

ছাদ থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাদ থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ছাদ থেকে পড়ে লিটন মিয়া (৩৮) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঈশানকোনা) গ্রামের এ দুর্ঘটনা ঘটে। 

লিটন মিয়া একই এলাকার দক্ষিণ আগুনকোনা গ্রামের মৃত আশ্রব উল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৫ দিন আগে রং মিস্ত্রি লিটন মিয়া তাঁর সহযোগী আহাদ মিয়াকে সঙ্গে নিয়ে ঈশানকোনার সৈয়দ মনিরুল ইসলামের তিন তলা বাড়ির রঙের কাজ শুরু করেন। আজ বেলা ১১টার দিকে রং করতে গিয়ে তৃতীয় তলার ছাদের খোলা বারান্দা থেকে নিচে পড়ে মাথায় আঘাত পান লিটন মিয়া। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানজিব হোসেন বলেন, মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত