খাগড়াছড়িতে কবরস্থান পরিষ্কার করল যুবদল
খাগড়াছড়িতে কেন্দ্রীয় কবরস্থানসহ পাঁচটি কবরস্থান পরিস্কার করেছে পৌর যুবদল। আজ বুধবার (২ জুলাই) দুপুরে পৌর যুবদলের শতাধিক নেতা-কর্মী কবরস্থানগুলো পরিস্কার করে। অন্য চারটি হলো, সদর উপজেলার খেজুরবাগান, কুমিল্লাটিলা, আত্মমানবপাড়া ও শালবন কবরস্থান।