Ajker Patrika

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অবহেলা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ

নোয়াখালী প্রতিনিধি
নাঈমা নুসরাত জাবীন। ছবি: সংগৃহীত
নাঈমা নুসরাত জাবীন। ছবি: সংগৃহীত

সরকারের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অবহেলা এবং কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির অভিযোগে নোয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈমা নুসরাত জাবীনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে নোয়াখালীর সিভিল সার্জন মরিয়ম সিমি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর স্বাক্ষরিত শোকজ চিঠি স্বাস্থ্য কর্মকর্তাকে পাঠানো হয়।

চিঠিতে শোকজের কারণ হিসেবে বলা হয়েছে, কার্যালয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত না হওয়া, ক্যাম্পেইনের জন্য বরাদ্দের অর্থ পরিশোধ করা হয়নি এবং এর ফলে সরকারের ৩ লাখ ২৫ হাজার ৮০০ টাকা ফেরত যায়।

জানা গেছে, নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার অবহেলার কারণে ব্যয় হওয়া অর্থ পরিশোধ করা হয়নি। এর ফলে সরকারের বরাদ্দ করা বিশাল অঙ্কের টাকা অব্যবহৃত অবস্থায় ফেরত গেছে, যা সরকারি কার্যক্রমে চরম অবহেলা বলে বিবেচিত হচ্ছে।

এ ছাড়া অভিযোগ উঠেছে, ওই কর্মকর্তা প্রায়শই কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকেন এবং নির্দিষ্ট সময়ের আগেই অফিস ত্যাগ করেন। তাঁর এমন দায়িত্বহীন আচরণ নোয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে মনে করা হচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ঘটনাকে সরকারি কাজে অবহেলা এবং সরকারি চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ওই কর্মকর্তাকে কৈফিয়ত তলব করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তাঁকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত