স্কুল–কলেজ বন্ধ, খেতে মজুর খাটছে শিক্ষার্থীরা
বোদা সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক বলেন, স্কুল বন্ধ থাকায় আমরা শিক্ষার্থীদের নিয়ে চরম বেকায়দায় পড়েছি। অনেকে করোনায় স্কুল বন্ধ থাকায় খেত–খামার, হোটেল–রেস্তোরাঁ, দোকানপাটে কাজ করছে। নতুন করে এদের স্কুল আনা কঠিন হয়ে পড়বে।