হাওরে বাঁধ রক্ষায় কৃষকের রাতদিন একাকার
দেশের সীমানার মধ্যে, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে গতকাল মঙ্গলবার আর বৃষ্টি হয়নি। কিন্তু সীমান্তের ওপারে ভারতে এখনো বেশ বৃষ্টি হচ্ছে। সেই পানি পাহাড়ি ঢল হয়ে নামছে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার ওপর দিয়ে। ওই অঞ্চলের সব নদ-নদী পানিতে টইটম্বুর।