Ajker Patrika

১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৪ সন্তান প্রসব

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৪ সন্তান প্রসব

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন লাকি আক্তার (২৮)। এ নিয়ে হাসপাতাল ও এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। আজ বুধবার দুপুরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সিজারের মাধ্যমে লাকি আক্তার চার সন্তানের জন্ম দেন।

চার সন্তানের মধ্যে দুই মেয়ে ও দুই ছেলে। সবাই সুস্থ আছে। তবে সন্তানের মা অসুস্থ থাকায় আইসিইউতে ভর্তি রয়েছেন।

জানা গেছে, ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে ফাইজুর রহমানের সঙ্গে দশ বছর আগে পশ্চিম গাইলকাটা গ্রামের মো. মুসা মিয়ার মেয়ে লাকি আক্তারের বিয়ে হয়। ফাইজুর রহমানে দরজির কাজ করেন।

ফাইজুর রহমান বলেন, ‘একটি সন্তানের জন্য আল্লাহ কাছে অনেক প্রার্থনা করেছি। অনেক হাসপাতালে ঘুরেছি। অবশেষে আল্লাহ আমাদের ডাক শুনেছেন। তবে চার বাচ্চা লালন পালন নিয়ে আছি দুশ্চিন্তায়।’ 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চার বাচ্চার মধ্যে তিন বাচ্চার ওজন ২০০০ গ্রাম করে। এক বাচ্চার ওজন ১ হাজার ৯৫০ গ্রাম। এরা সবাই সুস্থ আছে। তাদের মা অসুস্থ থাকায় আইসিইউতে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত