নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল কিশোরগঞ্জে পালিত হয়েছে কি হয়নি তা নিয়ে চলছে নানা আলোচনা। হরতাল সেখানে হয়নি বলে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এদিকে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল কিশোরগঞ্জেও পালিত হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি হরতালের কিছু ছবিও দিয়েছেন।
সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বলেছেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে পুলিশ এবং প্রসাশন কিশোরগঞ্জে বাম জোটের নেতাকর্মীদের ব্যাপক চাপ প্রয়োগ করেছে ৷ কিন্তু তবুও কিশোরগঞ্জে আমারদের নেতাকর্মীরা হরতাল পালন করেছে ৷ কিশোরগঞ্জের জনগণও এই হরতালে সমর্থন জানিয়েছে।’
সাইফুল হক বলেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে কিশোরগঞ্জে অতিরিক্ত নিরাপত্তার কথা বলে আমাদের নেতাদের অফিসের মধ্যেই পুলিশ অবরোধ করে রেখেছিল। তবুও অফিসের আশপাশের এলাকায় বাম জোটের নেতাকর্মীরা হরতাল পালন করেছে।’
রাষ্ট্রপতি কেবল আওয়ামি লীগের রাষ্ট্রপতি নন, তিনি দেশের রাষ্ট্রপতি এই বিবেচনা নিয়ে জনদাবির হরতালে সমর্থন দিয়ে রাষ্ট্রপতি তাঁর সফর স্থগিত করতে পারতেন জানিয়ে সাইফুল হক বলেন, ‘দ্রব্যমূল্য কমানোর দাবিটি জনদাবি। রাষ্ট্রপতির এই দাবির প্রতি সমর্থন জানানো উচিত ছিল। কিন্তু তা না করে রাষ্ট্রপতির সফরের কথা বলে জনগণের সাংবিধানিক অধিকার বাঁধাগ্রস্ত করা হয়েছে।’
কিশোরগঞ্জের বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমি বলেন, ‘রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কিশোরগঞ্জের ডিসি, এসপিসহ প্রসাশনের কর্মকর্তারা আমাদের আগেই জানিয়েছিলেন ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কোন রাজনৈতিক সভা-সমাবেশ করা যাবে না। তবুও আজ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম।’
বেলা ১০টার পর পুলিশ হরতাল পালনে বাঁধা দেয় জানিয়ে আবদুর রহমান রুমি বলেন, ‘হরতালে বাঁধা দিলে আমরা কিশোরগঞ্জ সদরের গৌড়াঙ্গ বাজারের কমিউনিস্ট পার্টির অফিসে অবস্থান করি। বেলা ১২টা পর্যন্ত পুলিশ সেখানে আমাদের অবরুদ্ধ করে রাখে। আমরা শান্তিপূর্ণ হরতাল পালনের কথা বলেছিলাম, রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কোন সংঘর্ষে জড়াতে চাইনি ৷ কিন্তু তার মানে এই নয় কিশোরগঞ্জে হরতাল পালন হয়নি। কিশোরগঞ্জে হরতাল পালন না হওয়ার খবরটি সত্য নয়।’
বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল কিশোরগঞ্জে পালিত হয়েছে কি হয়নি তা নিয়ে চলছে নানা আলোচনা। হরতাল সেখানে হয়নি বলে কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এদিকে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল কিশোরগঞ্জেও পালিত হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি হরতালের কিছু ছবিও দিয়েছেন।
সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বলেছেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে পুলিশ এবং প্রসাশন কিশোরগঞ্জে বাম জোটের নেতাকর্মীদের ব্যাপক চাপ প্রয়োগ করেছে ৷ কিন্তু তবুও কিশোরগঞ্জে আমারদের নেতাকর্মীরা হরতাল পালন করেছে ৷ কিশোরগঞ্জের জনগণও এই হরতালে সমর্থন জানিয়েছে।’
সাইফুল হক বলেন, ‘রাষ্ট্রপতির সফরের কারণে কিশোরগঞ্জে অতিরিক্ত নিরাপত্তার কথা বলে আমাদের নেতাদের অফিসের মধ্যেই পুলিশ অবরোধ করে রেখেছিল। তবুও অফিসের আশপাশের এলাকায় বাম জোটের নেতাকর্মীরা হরতাল পালন করেছে।’
রাষ্ট্রপতি কেবল আওয়ামি লীগের রাষ্ট্রপতি নন, তিনি দেশের রাষ্ট্রপতি এই বিবেচনা নিয়ে জনদাবির হরতালে সমর্থন দিয়ে রাষ্ট্রপতি তাঁর সফর স্থগিত করতে পারতেন জানিয়ে সাইফুল হক বলেন, ‘দ্রব্যমূল্য কমানোর দাবিটি জনদাবি। রাষ্ট্রপতির এই দাবির প্রতি সমর্থন জানানো উচিত ছিল। কিন্তু তা না করে রাষ্ট্রপতির সফরের কথা বলে জনগণের সাংবিধানিক অধিকার বাঁধাগ্রস্ত করা হয়েছে।’
কিশোরগঞ্জের বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুর রহমান রুমি বলেন, ‘রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কিশোরগঞ্জের ডিসি, এসপিসহ প্রসাশনের কর্মকর্তারা আমাদের আগেই জানিয়েছিলেন ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে কোন রাজনৈতিক সভা-সমাবেশ করা যাবে না। তবুও আজ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম।’
বেলা ১০টার পর পুলিশ হরতাল পালনে বাঁধা দেয় জানিয়ে আবদুর রহমান রুমি বলেন, ‘হরতালে বাঁধা দিলে আমরা কিশোরগঞ্জ সদরের গৌড়াঙ্গ বাজারের কমিউনিস্ট পার্টির অফিসে অবস্থান করি। বেলা ১২টা পর্যন্ত পুলিশ সেখানে আমাদের অবরুদ্ধ করে রাখে। আমরা শান্তিপূর্ণ হরতাল পালনের কথা বলেছিলাম, রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কোন সংঘর্ষে জড়াতে চাইনি ৷ কিন্তু তার মানে এই নয় কিশোরগঞ্জে হরতাল পালন হয়নি। কিশোরগঞ্জে হরতাল পালন না হওয়ার খবরটি সত্য নয়।’
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৩ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১০ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৩ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৯ মিনিট আগে