সরকারের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না: চুন্নু
আমার ধারণা—সরকার যদি দেউলিয়া না হয়ে যায়। তিনি যদি উতরাইয়া উঠতে পারেন, তাহলে আমি করিমগঞ্জ-তাড়াইলের রাস্তাগুলো করে ফেলতে পারব। কারণ, সরকারের অর্থনৈতিক অবস্থা নানান কারণে খুব একটা ভালো না। সরকার চেষ্টা করতেছে উতরাইয়া ওঠার। হয়তো উতরাইয়া উঠতে পারবেও। কারণ, বর্তমান প্রধানমন্ত্রী খুবই অভিজ্ঞ রাষ্ট্রনায়ক...