যে হাটে সপ্তাহে বেচাকেনা হয় কোটি টাকার কলা
প্রতি মাসে ঐতিহ্যবাহী এই কলার হাট থেকে সরকারি কোষাগারে জমা হয় ১ কোটি ৩ লাখ টাকা। হাটের বয়স প্রায় ৪০ বছর। প্রতি ছড়ি কলা কৃষকেরা বিক্রি করলে সরকারকে খাজনা দেয় ২ টাকা। আর যারা কলা কেনে, তারাও প্রতি কলার ছড়িতে খাজনা দেয় ২ টাকা। বাজারটি একটি নির্দিষ্ট নিয়মকানুনের মধ্যে চলে। খাজনার পরিমাণ কম হওয়ায় এই হাটে