Ajker Patrika

কলার ছড়ি চুরির ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ 

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৪, ২১: ৫৮
কলার ছড়ি চুরির ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ 

বাগান থেকে কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটা থেকে পৌনে ৪টা পর্যন্ত থেমে থেমে চলা পাল্টাপাল্টি ধাওয়ায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। 

খবর পেয়ে পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বিভিন্ন বয়সের অন্তত ১৫ জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কলার ছড়ি চুরির ঘটনাটি নিষ্পত্তির জন্য শনিবার সালিসে বসেছিল দুই গ্রামের লোকজন। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিসে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে, পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু লোক আহত হলেও পুলিশি তৎপরতায় খুন-খারাবির মতো ঘটনা ঘটেনি।’ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।  

জানা গেছে, উপজেলার ছয়সুতি ইউনিয়নের কলাকূপা গ্রামের একটি বাগান থেকে কলার ছড়ি চুরির ঘটনায় মধুয়াচর গ্রামের কয়েকজনকে অভিযুক্ত করে লোকজন। এ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল। এমন পরিস্থিতিতে যেকোনো ধরনের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গণ্যমান্য লোকজনের মধ্যস্থতায় আজ সালিসে বসে দুই পক্ষের লোকজন। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা সালিসে উপস্থিত ছিলেন। 

সালিস চলাকালে কথা-কাটাকাটি থেকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রামের লোকজন ভয়ংকর টেঁটা, এক কাটিয়া, হলঙ্গা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে বেলা আড়াইটা থেকে সাড়ে পৌনে ৪টা পর্যন্ত সংঘর্ষ চলে।  

এ বিষয়ে ছয়সুতি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন ওরফে ভিপি ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত