Ajker Patrika

কলা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
কলা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত

নীলফামারীর কিশোরগঞ্জে কলা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল। এর আগে গতকাল শুক্রবার রাতে গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের যুবকের নাম শফিকুল ইসলাম (২৩)। অভিযুক্ত বড় ভাইয়ের নাম দুলু মিয়া (৪৫)। তাঁরা ওই এলাকার মৃত ছামাদ আলীর ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে নিহত শফিকুলের সঙ্গে তাঁর বড় ভাইয়ের বাড়িতে লাগানো কলা ভাগাভাগি নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই শফিকুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত দুলু মিয়া পলাতক রয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁর স্ত্রী, মেয়ে ও স্থানীয় এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত