ভোট চুরি ঠেকাতে ৪ পুলিশকে আহত করেছিলাম, ৭০ রাউন্ড গুলি রেখেছিলাম: আ.লীগ নেতা
‘ভোট চুরি ঠেকাতে গত ইউপি নির্বাচনে চারজন পুলিশকে আমরা মেরে আহত করেছিলাম, ৭০ রাউন্ড গুলি রেখে দিয়েছিলাম, ৩টি পুলিশের গাড়ি পুড়িয়েছিলাম। এরপরেও আমি পিছপা হইনি। যতই হুমকি-ধমকি আসুক, আমিতো ছাত্রলীগ থেকে পরীক্ষিত হয়ে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। এই হুমকি-ধমকিকে ভয় করার মতো লোকতো আমি না।’