Ajker Patrika

নরসিংদী কারাগার থেকে পলাতক কয়েদি ভৈরবে গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ২২: ০৫
নরসিংদী কারাগার থেকে পলাতক কয়েদি ভৈরবে গ্রেপ্তার

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া এক কয়েদিকে ভৈরব থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শনিবার সকালে ওই কয়েদির বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। 

গ্রেপ্তার ব্যক্তির নাম নবী হোসেন (৪৮)। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকার শাহাবুদ্দিনের ছেলে। 

আজ শনিবার দুপুরে র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৯ জুলাই সারা দেশে ছাত্রদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে নরসিংদী জেলা কারাগারে দুষ্কৃতকারীদের হামলার ঘটনা ঘটে। বিকেলে তিনি সুকৌশলে কারাগার থেকে পালিয়ে হেঁটে ইটাখোলা বাসস্ট্যান্ডে আসেন। পরে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ভৈরবের নিজ বাড়িতে এসে আত্মগোপন করেন।

মো. শহিদুল্লাহ বলেন, ২০০৮ সালে নরসিংদী জেলার বেলাবো উপজেলার বারৈচা হাইওয়ে রোডে বাস ডাকাতির ঘটনা ঘটে। ওই মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলার পর পালিয়ে যাওয়া ৮২৬ কয়েদির মধ্যে একজন নবী হোসেন। গ্রেপ্তার আসামিকে নরসিংদী জেলার বেলাবো থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত