Ajker Patrika

পাটখেতে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৭: ৪৭
পাটখেতে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক কাতারপ্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালুয়াপাড়া এলাকার পাটখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত স্মৃতি আক্তার (২৪) একই এলাকার মানিক মিয়ার মেয়ে এবং উপজেলার মসূয়া এলাকার কাতারপ্রবাসী আমিন ভূইয়ার স্ত্রী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে কাতারপ্রবাসী আমিন ভূইয়ার সঙ্গে বিয়ে হয় স্মৃতি আক্তারের। পাঁচ-ছয় মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে কাতারে চলে যান আমিন। এরপর স্মৃতি আক্তার বাবার বাড়িতেই থাকতেন। এই দম্পতির কোনো সন্তান নেই। আজ শুক্রবার সকালে পাটখেতে তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে। 

স্মৃতি আক্তারের পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টার দিকে স্বামী আমিন মিয়ার সঙ্গে কথা হয় স্মৃতির। তখন স্মৃতির স্বামী তাঁকে আজ শুক্রবার তাঁর বাড়ি মসূয়া ইউনিয়নে যাওয়ার জন্য বলেন। আজ শুক্রবার সকালে স্মৃতিকে তাঁর শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু স্মৃতি কখন বাড়ি থেকে বের হয়েছেন বা তাঁকে কেউ ডেকে নিয়ে গেছে কি না—এ বিষয়ে তারা কিছু জানায়নি। 

নিহতের বাবা মানিক মিয়া বলেন, ‘আমার মেয়েকে একই এলাকার মুজিবুরের ছেলে মেহেদী বিরক্ত করত। আমার মেয়েকে জোর-জবরদস্তি করে নিয়ে যেতে চাইত। মেহেদী বলত, ‘‘হয়তো ছেরি শেষ হইব না হয় বাপ শেষ হইব।’’ বাপেরে মারতে পারে নাই, আমার ছেরিরে মাইরা ফেলছে মেহেদী আর মুজিবইরা। এরা কি একা মারছে? এদের সঙ্গে আরও পার্টি আছিল। আমার ছেরির রগ কাটছে, বুকে ফারাইছে, গলা জব করছে। এই জব আমারে করতে তোরা, আমার মেয়েরে করলি কেরে তোরা।’ 

নিহতের মা ফেরদৌসী আক্তার বলেন, ‘মেহেদী এই কাজ করছে। আমার মেয়েকে বিয়ে করতে চাইত। আমার মেয়ে বলত, ‘‘আমার বিয়ে হয়ে গেছে। আমার জামাই আছে। আমি বিয়ে করব কেন?’’ আমার মেয়েকে কেন বিয়ে করতে পারে না, এই জন্য আমার মেয়েকে নিয়ে মেরে ফেলছে।’

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে মেয়েটির চাচা আমাদের জানান, স্মৃতি আক্তারের মরদেহ পাটখেতে পড়ে আছে। আমরা খবর পেয়ে দ্রুত মরদেহ উদ্ধার করতে যাই।’

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। খুব শিগ্‌গিরই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত