ধান খেত থেকে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
দিনাজপুরের বিরামপুরে আশরাফুল ইসলাম (৪৭) নামের এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বেগমপুর এলাকার ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আশরাফুল ইসলাম ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।