বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে জামায়াতের নেতা-কর্মীরা শহরের প্রধান সড়কে ঝটিকা মিছিল করে এবং পৌর শহরের নতুন বাজার পৌর ভূমি অফিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশের প্রস্তুতি নেন। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা।
এ সময় পুলিশ ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে। আজ রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের দেলোয়ার হোসেন (৫৫), পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকার মাসুদ আলী (৫২) এবং একই উপজেলার হাজরাপুর এলাকার মোস্তাফিজুর রহমান (৬২), পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পুলবান্দা গ্রামের মমিন মিঞা (৪৮), একই গ্রামের বুলবুল (৫৫)। তাঁরা সবাই জামায়াতের নেতা-কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নতুন বাজার পৌর ভূমি অফিসের সামনে সড়কে আকস্মিক জড়ো হন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। একপর্যায়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে শুরু করেন তাঁরা। পরে পুলিশ সেখানে এলে ছত্রভঙ্গ হয়ে যান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এরপর আর তাঁদের দেখা যায়নি।
জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিরামপুরে সংঘটিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তারা। সে সময় ধাওয়া করে পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় অন্যরা পালিয়ে যান।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাতে তাঁদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ রোববার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
দিনাজপুরের বিরামপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে জামায়াতের নেতা-কর্মীরা শহরের প্রধান সড়কে ঝটিকা মিছিল করে এবং পৌর শহরের নতুন বাজার পৌর ভূমি অফিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশের প্রস্তুতি নেন। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা।
এ সময় পুলিশ ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে। আজ রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের দেলোয়ার হোসেন (৫৫), পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকার মাসুদ আলী (৫২) এবং একই উপজেলার হাজরাপুর এলাকার মোস্তাফিজুর রহমান (৬২), পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পুলবান্দা গ্রামের মমিন মিঞা (৪৮), একই গ্রামের বুলবুল (৫৫)। তাঁরা সবাই জামায়াতের নেতা-কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নতুন বাজার পৌর ভূমি অফিসের সামনে সড়কে আকস্মিক জড়ো হন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। একপর্যায়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে শুরু করেন তাঁরা। পরে পুলিশ সেখানে এলে ছত্রভঙ্গ হয়ে যান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এরপর আর তাঁদের দেখা যায়নি।
জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিরামপুরে সংঘটিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তারা। সে সময় ধাওয়া করে পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় অন্যরা পালিয়ে যান।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাতে তাঁদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ রোববার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
২ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
২ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৮ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১১ মিনিট আগে