বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে আশরাফুল ইসলাম (৪৭) নামের এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বেগমপুর এলাকার ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আশরাফুল ইসলাম ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। আশা করি
তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার রাতে আশরাফুলের স্ত্রী হালিমা বেগম প্রতিবেশীদের সঙ্গে হামিকমপুর উপজেলার সাতকুড়ি এলাকায় মাহফিলে যান এবং রাতে বাড়ি ফেরেননি।
তাঁর ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। আজ সকালে বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরের ধান খেতে তাঁর ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। ওই জমি তিনি বর্গা নিয়ে ধান চাষ করতেন।
আশরাফুল ইসলামের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যার কিছু আগে সাতকুড়ি এলাকায় মাহফিল শুনতে গিয়েছিলাম। রাতে ওয়াজ শুনে মেয়ের বাড়ি ছিলাম। আজ সকালে খবর পেয়ে এসে স্বামীর মরদেহ দেখতে পাই। আমার স্বামী একজন ভালোমানুষ ছিলেন।’
বেগমপুর গ্রামের আব্দুর জলিল বলেন, ‘রাতে এক সঙ্গে আমরা মসজিদে নামাজ আদায় করেছি। সকালে শুনি আশরাফুলকে কে বা কারা হত্যা করে মরদেহ ধান খেতে রেখে গেছে। ’
দিনাজপুরের বিরামপুরে আশরাফুল ইসলাম (৪৭) নামের এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বেগমপুর এলাকার ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আশরাফুল ইসলাম ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। আশা করি
তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার রাতে আশরাফুলের স্ত্রী হালিমা বেগম প্রতিবেশীদের সঙ্গে হামিকমপুর উপজেলার সাতকুড়ি এলাকায় মাহফিলে যান এবং রাতে বাড়ি ফেরেননি।
তাঁর ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। আজ সকালে বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরের ধান খেতে তাঁর ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়। ওই জমি তিনি বর্গা নিয়ে ধান চাষ করতেন।
আশরাফুল ইসলামের স্ত্রী হালিমা বেগম বলেন, ‘গতকাল রোববার সন্ধ্যার কিছু আগে সাতকুড়ি এলাকায় মাহফিল শুনতে গিয়েছিলাম। রাতে ওয়াজ শুনে মেয়ের বাড়ি ছিলাম। আজ সকালে খবর পেয়ে এসে স্বামীর মরদেহ দেখতে পাই। আমার স্বামী একজন ভালোমানুষ ছিলেন।’
বেগমপুর গ্রামের আব্দুর জলিল বলেন, ‘রাতে এক সঙ্গে আমরা মসজিদে নামাজ আদায় করেছি। সকালে শুনি আশরাফুলকে কে বা কারা হত্যা করে মরদেহ ধান খেতে রেখে গেছে। ’
কিশোরকে বলাৎকারের অভিযোগ এনে গাজীপুরের পুবাইল এলাকায় মসজিদের ইমাম রইজ উদ্দিনকে মারধর ও কারাগারে মৃত্যুর ঘটনায় মধ্যরাতে সংবাদ সম্মেলন করেছে পুলিশ।
৪ মিনিট আগেটাঙ্গাইলের নন্দীর বেতকা নিবাসী সৈয়দা শাহানা কায়সার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
১৬ মিনিট আগেমে দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ জামিল মিয়া নামের এক হামলাকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। আজ বৃহস্পতিবার উপজেলার তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেমহান মে দিবসসহ সরকারি তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভিড় করেছেন পর্যটকেরা। বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল–মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে।
৩৯ মিনিট আগে