একই জমিতে ৪ জাতের তরমুজ চাষ করে সফল তরুণ উদ্যোক্তা
একই জমিতে চার জাতের তরমুজ চাষ করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ইমরান নামের এক তরুণ উদ্যোক্তা। পেয়েছেন ব্যবসায়ী সফলতাও। ওপরে হলুদ ভেতরে লাল, ওপরে সবুজ ভেতরে লাল, ওপরে কালো ভেতরে লাল আবার ওপরে সবুজ ভেতরে হলুদ রঙের তরমুজ রয়েছে তাঁর জমিতে।