Ajker Patrika

মৎস্য বিভাগের অভিযানের খবরে বাজার থেকে উধাও ৫০ কেজির বাঘাইড় 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৩, ০০: ৫৭
মৎস্য বিভাগের অভিযানের খবরে বাজার থেকে উধাও ৫০ কেজির বাঘাইড় 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে গতকাল রোববার বিকেলে বিশাল আকৃতির একটি বিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ বিক্রি করার জন্য তোলা হয়। বিক্রেতার দাবি, বাঘাইড় মাছটির ওজন ৪৯ কেজি ৫০০ গ্রাম। এটি কিশোরগঞ্জের মিঠামইনের হাওর থেকে গত শনিবার রাতে ধরা হয়। 

ব্রাহ্মণপাড়া বাজারে মাছটির দাম হাঁকা হয় ৫০ হাজার টাকা। দাম বেশি হওয়ায় ক্রেতারা কিনতে পারেননি বলে জানা গেছে। এর মধ্য উপজেলা মৎস বিভাগ খবর পেয়ে বাজারে অভিযান চালায়। কিন্তু অভিযানকারী টিম বাজারে গিয়ে মাছটির দেখা পায়নি। 

সরেজমিনে দেখা গেছে, বিশাল আকৃতির মাছটি এক নজর দেখার জন্য শত শত নারী-পুরুষ ভিড় করছেন। কেউ তুলছেন সেলফি। তবে সোমবার সন্ধ্যা অবধি কেউ মাছটির দাম করেননি বলে জানান মাছ বিক্রেতা জমির উদ্দিন। পরে এককভাবে মাছটি কেউ না কেনায় ১ হাজার টাকা কেজি হিসাবে কেটে বিক্রি করার সিদ্ধান্তের কথা জানান তিনি। 

ব্রাহ্মণপাড়া বাজারে গতকাল রোববার বিকেলে নিয়ে আসা বিশালাকৃতির বাঘাইড় মাছ। ছবি: আজকের পত্রিকামাছটি এক নজর দেখতে আসা স্থানীয় দোকানি সজীব সূত্রধর বলেন, ‘আগেও চাঁদপুর থেকে জেলেরা বড় বড় মাছ এনে বাজারে বিক্রি করেছে। কিন্তু এত বড় আকারের মাছ আগে এই বাজারে দেখা যায়নি। মাছটি দেখে অনেক আনন্দ পেয়েছি।’ 

কিছুটা কেনার আগ্রহ নিয়ে আসা আবুল হাশেম বলেন, ‘সাধারণত এ ধরনের মাছ বাজারে পাওয়া যায় না। মাছটি কেনার ইচ্ছা ছিল কিন্তু দাম ক্রয় ক্ষমতার বাইরে হওয়ায় সাধ থাকলেও সাধ্যে কুলাচ্ছেনা। কেজি হিসাবেও হাজারের ওপরে দাম হওয়ায় কিনতে পারলাম না। দাম কিছুটা কম হলে হয়তো কেনা যেত।’ 

উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, ‘বাঘাইড় মাছ বিপন্ন প্রজাতির হওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ধরা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। খবর পাওয়ার পর বাজারে গিয়ে মাছটি আর দেখা যায়নি। সম্ভবত বিক্রি না হওয়ায় অন্যত্র নিয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত