‘সরকার ক্লিনিক করি দেওয়ায় উপকার হইচে’
‘দুই দিন থাকি গায়ে জ্বর, সর্দি। হামার গ্রামোত সরকার ক্লিনিক করি দেওয়ায় খুব উপকার হইচে। একনা অসুস্থ হইলে হামরা এটে আসি। ওষুধ নিয়া খাই। আল্লাহর রহমতে সুস্থ হই। শেখের বেটি প্রধানমন্ত্রীর জইন্যে দোয়া করি।’ কথাগুলো বলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী রহমানপুর কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে আসা রওশন আর