Ajker Patrika

বাবাসহ বরকে কান ধরে ওঠবস

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
বাবাসহ বরকে কান ধরে ওঠবস

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বর ও তাঁর বাবাকে কান ধরে ওঠবস করিয়ে ফেসবুকে লাইভ করেন জোংড়া ইউনিয়নের আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক রাকিবুল হাসান আশরাফী সোহেল। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাবা।

জানা গেছে, জোংড়া ইউনিয়নের এক ব্যক্তির মেয়ের সঙ্গে বাউরা ইউনিয়নের ওই ভুক্তভোগীর ছেলের বিয়ের কথা হয়। গত শুক্রবার রাতে বর লোকজন নিয়ে কনের বাড়িতে যান। বিয়ের আগে যৌতুকের টাকা নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় সোহেল খবর পেয়ে কনের বাড়িতে যান। বাল্যবিবাহ ও যৌতুকের টাকার জন্য চাপ দেওয়ার কথা শুনে বর ও তাঁর বাবাকে মামলা দিয়ে পুলিশে দিতে চান তিনি। এ সময় বর ও তাঁর বাবা ভুল স্বীকার করলে সোহেল তাঁদের কান ধরে ওঠবস করান। সোহেল তাঁর মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন এবং নিজের ফেসবুক আইডিতে লাইভ প্রচার করেন।’

ওই ঘটনায় গত রোববার রাতে পাটগ্রাম থানায় অভিযোগ দেন বরের বাবা।বরের বাবা বলেন, ‘ঘটনার দিন সোহেল তাঁদের কান ধরিয়ে ওঠবস করার ভিডিও ছড়িয়ে দেবেন বলে হুমকি দিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। মানসম্মানের ভয়ে বাধ্য হয়ে পরদিন ১৭ সেপ্টেম্বর ৩০ হাজার টাকা সোহেলকে দেওয়া হয়। লজ্জায় কোথাও যেতে পারছি না।’
রাকিবুল হাসান আশরাফী সোহেল বলেন, ‘বাল্যবিবাহ ও যৌতুকের টাকার চাপের বিষয়টি বর, বরের বাবা ও ঘটক স্বীকার করেন। এ কারণে থানায় দিতে চাইলে তাঁরা নিজেরাই ভুল স্বীকার করে কান ধরে ওঠবস করেছেন। ফেসবুকে লাইভ করাটা আমার ঠিক হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত