Ajker Patrika

অনুপ্রবেশের অপরাধে সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
অনুপ্রবেশের অপরাধে সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে শম্ভু সিং সরকার (৪৫) নামের ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুরে পাটগ্রাম থানায় মামলা দায়েরের পর তাঁকে পুলিশে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাত প্রায় ৯টার দিকে ওই ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের ইসলামপুর সীমান্ত এলাকায় আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করবে এ ধরনের তথ্য পায় তারা। এ তথ্যে চা বাগান ও ঝোপঝাড়ে গোপনে অভিযান চালায় বিজিবি। পরে ভারতের কোচবিহার জেলার কুচলীবাড়ি থানার ভোটমারী এলাকার জয়রাম সিং সরকারের ছেলে শম্ভু সিং সরকার সীমান্তের মেইন পিলার ২ ও সাব পিলার ৪ নম্বরের কাছ হয়ে প্রায় ১২০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। এ সময় বিজিবির টহল দলকে দেখে দৌড়ে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আরও জানানো হয়, শনিবার দুপুরে আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার নুরুল হক বাদী হয়ে পাটগ্রাম থানায় ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টের ৪ ধারায় মামলা দায়ের করেন। পরে ভারতীয় নাগরিককে পুলিশের হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্প কমান্ডার হাবিলদার নুরুল ইসলাম বলেন, ‘সীমান্ত আইন অমান্য করে বাংলাদেশে প্রবেশ করায় ভারতীয় নাগরিক শম্ভু সিং সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। পাটগ্রাম থানায় মামলা দিয়ে তাঁকে পুলিশের কাছে দেওয়া হয়েছে।’ 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘পাসপোর্ট ও ভিসা ব্যতীত অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে এক ভারতীয় নাগরিককে মামলা দিয়ে থানায় সোপর্দ করেছে বিজিবি। পরে আজ (শনিবার) দুপুরে গ্রেপ্তার ভারতীয় নাগরিককে লালমনিরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত