কোনো সরকারই পুলিশ আইন সংশোধন করবে না: রাজশাহীর ডিআইজি শাহজাহান
পুলিশের সংস্কারে ধীরগতি নিয়ে সংস্কার কমিশনসহ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে রাজশাহীর অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান বলেছেন, কোনো সরকারই পুলিশ আইন সংশোধন করবে না। কারণ, আইন সংশোধন করা হলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না।