‘বাইচ্যা থাকমু কয়দিন, ভোটটা দিয়ে গেলাম’
‘আমি অচল মানুষ, বাইচ্যা থাকমু কয়দিন, ভোটটা দিয়ে গেলাম। মনের মতো দিতে পারছি, সমস্যা হয় নাই।’ এমন কথা বলেন রামানন্দ মণ্ডল নামে সত্তরোর্ধ্ব এক ব্যক্তি। আজ সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। শুধু রামানন্দ নয় তাঁর মতো অনেক বয়স্ক ব্যক্তিকে ভোট দিতে দেখা যায়। ফরিদ