ফরিদপুর প্রতিনিধি
‘আমি অচল মানুষ, বাইচ্যা থাকমু কয়দিন, ভোটটা দিয়ে গেলাম। মনের মতো দিতে পারছি, সমস্যা হয় নাই।’ এমন কথা বলেন রামানন্দ মণ্ডল নামে সত্তরোর্ধ্ব এক ব্যক্তি। আজ সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
শুধু রামানন্দ নয় বিভিন্ন কেন্দ্রেই তাঁর মতো বয়স্ক ব্যক্তিদের ভোট দিতে দেখা যায়। ফরিদপুর-৩ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র চোখে পড়ে।
শহরের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বেদনা দাস নামে ষাটোর্ধ্ব নারী ভোটার। ভোট দিতে পারায় ভালো লাগছে বলে জানান। বায়তুল মোকাদ্দাম কেন্দ্রে ভোট দিয়েছেন পদ্মা দত্ত (৬২)। এই নারীর ভাষ্য, ভালোভাবে ভোট দিতে পেরেছেন।
তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম। ভোট গ্রহণ শুরুর পর শহরের কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কম চোখে পড়ে। অপরদিকে গ্রামাঞ্চলের অধিকাংশ কেন্দ্রে ভোটার ছিল একবারেই কম। তবে কিছু কিছু জায়গা ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি চোখে পড়ে।
এদিকে সকাল ৯টায় শহরের ১৭ নং আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক। শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে বলে জানান তিনি।
একই সময়ে হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তিনি অভিযোগ করেন, শহরের সাজেদা কবির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হয়েছে, ‘তোরা যদি এখানে আসিস মেরে ফেলব।’
অবশ্য বেলা পৌনে ১১টা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা এলাকা ঘুরে দেখেছি, মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে। সকাল থেকে এখনো অবস্থান ভালো, আশা করছি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। বিভিন্ন জায়গা আমাদের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে। এ ছাড়া সাধারণ কেন্দ্র থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমাদের বিশেষ নজর রয়েছে।’
‘আমি অচল মানুষ, বাইচ্যা থাকমু কয়দিন, ভোটটা দিয়ে গেলাম। মনের মতো দিতে পারছি, সমস্যা হয় নাই।’ এমন কথা বলেন রামানন্দ মণ্ডল নামে সত্তরোর্ধ্ব এক ব্যক্তি। আজ সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
শুধু রামানন্দ নয় বিভিন্ন কেন্দ্রেই তাঁর মতো বয়স্ক ব্যক্তিদের ভোট দিতে দেখা যায়। ফরিদপুর-৩ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র চোখে পড়ে।
শহরের হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বেদনা দাস নামে ষাটোর্ধ্ব নারী ভোটার। ভোট দিতে পারায় ভালো লাগছে বলে জানান। বায়তুল মোকাদ্দাম কেন্দ্রে ভোট দিয়েছেন পদ্মা দত্ত (৬২)। এই নারীর ভাষ্য, ভালোভাবে ভোট দিতে পেরেছেন।
তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম। ভোট গ্রহণ শুরুর পর শহরের কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কম চোখে পড়ে। অপরদিকে গ্রামাঞ্চলের অধিকাংশ কেন্দ্রে ভোটার ছিল একবারেই কম। তবে কিছু কিছু জায়গা ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি চোখে পড়ে।
এদিকে সকাল ৯টায় শহরের ১৭ নং আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক। শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে বলে জানান তিনি।
একই সময়ে হিতৈষী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তিনি অভিযোগ করেন, শহরের সাজেদা কবির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হয়েছে, ‘তোরা যদি এখানে আসিস মেরে ফেলব।’
অবশ্য বেলা পৌনে ১১টা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা এলাকা ঘুরে দেখেছি, মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছে। সকাল থেকে এখনো অবস্থান ভালো, আশা করছি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। বিভিন্ন জায়গা আমাদের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে। এ ছাড়া সাধারণ কেন্দ্র থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমাদের বিশেষ নজর রয়েছে।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
২ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৩ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৯ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১২ মিনিট আগে