কাজের সন্ধানে ঢাকা আসছিলেন ঋণগ্রস্ত বক্কার, সড়কেই ঝরল প্রাণ
মারুফ হোসেন বলেন, ‘বক্কার চালের ব্যবসা করতে গিয়ে অনেক টাকা ধরা খায়। এতে পাওনাদাররা চাপ দিতে থাকে। টেনশনে পড়ে আমাকে একদিন বলে আমারে ঢাকায় নিয়ে চল, তোদের সঙ্গে কাজ করব। আজ আমাদের সঙ্গে কাজ করার জন্য যাচ্ছিল। কিন্তু উনিতো চলে গেলেন।’