Ajker Patrika

ফরিদপুরে শেখ হাসিনা–কাদেরসহ ১২৫ জনের নামে হত্যাচেষ্টার মামলা 

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে শেখ হাসিনা–কাদেরসহ ১২৫ জনের নামে হত্যাচেষ্টার মামলা 

ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৫ জনের নামে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত আরও ৩০০ / ৪০০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার বাদী ফরিদপুরের কোতোয়ালি থানার মামুদপুর এলাকার বাসিন্দা মো. মুজাহিদুল ইসলাম (৪৬)। 

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আওয়ামী লীগের নেতা কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত চার শতাধিক জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।’ 

মামলার আসামিরা হলেন–প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ প্রমুখ। 

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বাদীর মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বের হন। ওই মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা করে। খবর পেয়ে মেয়েকে উদ্ধারের জন্য বের হয়ে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে যেতে গেলে তার ওপরও হামলা হয়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত