মান্দায় বীজতলায় পাখির হানা, বিপাকে কৃষক
নওগাঁর মান্দায় বোরো ধানের বীজতলায় রাতে হানা দিচ্ছে পাখির দল। কিচিরমিচির শব্দে দল বেঁধে নেমে সাবাড় করে দিচ্ছে বীজতলা। এরই মধ্যে কালীগ্রাম, চকভোলাই, চকদেবীরাম, নুরুল্লাবাদসহ কয়েকটি মাঠের বেশ কিছু বীজতলা উজাড় করে দিয়েছে এসব পাখি।