বিপদ এড়াতে নতুন বিপদ
করোনার দ্বিতীয় ঢেউয়ে জয়পুরহাটের আক্কেলপুরে চায়ের দোকান ও হোটেলে বেড়েছে প্লাস্টিকের তৈরি ওয়ান টাইম কাপ ও প্লেটের ব্যবহার। করোনা ঝুঁকি এড়াতে নেওয়া এই কৌশল তৈরি করছে নতুন বিপদ। চিকিৎসকেরা বলছেন, প্লাস্টিকের কাপ–প্লেটে ক্ষতিকর রাসায়নিক থাকায় তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।