যত্রতত্র পোস্টার সাঁটিয়ে প্রচারবিধি লঙ্ঘন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ও সোনামুখী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থীরা প্রচারে আচরণবিধি না মানার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, প্রার্থীরা যে যার মতো করে আইন ভঙ্গ করে যেখানে সেখানে পোস্টার লাগিয়েছেন।