জীর্ণ আবাসন ত্যাগের হিড়িক
শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন সুবিধা না পাওয়াসহ নানা প্রতিকূলতায় চরম মানবেতর জীবনযাপন করছে চারঘাটের হলিদাগাছী আবাসন-২ প্রকল্প এর বাসিন্দারা। নির্মাণের ১০ বছরেও সংস্কার করা হয়নি কোনো ঘর। অধিকাংশ ঘরের টিনের চাল ও বেড়ায় ছোট-বড় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ৭৫টি পরিবার ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে।