Ajker Patrika

বাংলাদেশ পুলিশ একাডেমিতে অবমুক্ত হলো কালিম ও সরালি পাখি

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
বাংলাদেশ পুলিশ একাডেমিতে অবমুক্ত হলো কালিম ও সরালি পাখি

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার লেকে কালিম ও সরালি প্রজাতির ২৫টি পাখি মুক্ত অবমুক্ত করা হয়েছে। বুধবার বিকেলে একাডেমির প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক এসব পাখি অবমুক্ত করেন।  

এর আগে গত শনিবার  রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুই শিকারির বাড়ি থেকে কালিম, জল ময়ূর এবং সরালি প্রজাতির  ২০১টি পাখি উদ্ধার করা হয়েছিল। আশপাশের মাঠ, বিল থেকে এসব পাখি ধরে ওই শিকারিরা ফেসবুকে প্রচার চালিয়ে বিক্রি করতেন। খবর পেয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এসব পাখি উদ্ধার করে। দুই পাখি শিকারিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়। 

পাখি অবমুক্ত করছেন অতিথিরাউদ্ধার করা পাখিগুলো রাজশাহীতে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রেখে প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্য সরবরাহ ও পরিচর্যা করা হয়। এরপর পাখিগুলোকে অবমুক্ত করা হয়। অন্যান্য পাখি নাটোরের চলন বিল ও পবার বিল ভেলায় অবমুক্ত করা হয়েছে। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাইফ ফটোগ্রাফার ও একাডেমির পুলিশ সুপার কারিকুলাম আনসার উদ্দিন খান পাঠান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, ওয়ার্ল্ড লাইফ ইন্সপেক্টর জাহাঙ্গীর কবির এবং রাজশাহী বার্ড ক্লাবের প্রেসিডেন্ট ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নাইমুল হাসানসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত