কোল্ড ইনজুরি থেকে বাঁচাতে পলিথিন শেডের বীজতলা
পাবনার চাটমোহর উপজেলায় ধানের বীজতলা শীত ও ঘন কুয়াশা থেকে রক্ষায় এলাকায় জনপ্রিয় হচ্ছে পলিথিন শেডের ব্যবহার। এ পদ্ধতিতে বীজতলা একদিকে যেমন চারা পচনের হাত থেকে রক্ষা পাচ্ছে, অন্যদিকে সময় কম লাগায় দ্রুত আসছে ফসল। ফলে কৃষকপর্যায়ে বৃদ্ধি পাচ্ছে পলিথিন শেডে বীজ তৈরির আধুনিক এ পদ্ধতি।