Ajker Patrika

পেট্রল ও অকটেন মিলছে না চাটমোহরে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পেট্রল ও অকটেন মিলছে না চাটমোহরে

পাবনার চাটমোহর উপজেলায় মিলছে না মোটরসাইকেলের একমাত্র জ্বালানি পেট্রল ও অকটেন। ভোজ্যতেল সয়াবিনের বাজার যখন চরম অস্থির, ঠিক তখনই পেট্রল ও অকটেনের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকেরা।

ঈদের পর থেকেই এ দুটি জ্বালানির সংকট শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে পেট্রল ও অকটেন শূন্য হয়ে পড়েছে চাটমোহরসহ আশপাশের উপজেলা। যে দু-একটি দোকানে ছিল, তা বিক্রি হয়েছে চড়াদামে। 

মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘পেট্রল ও অকটেন না পেয়ে আমরা চরম দুর্ভোগে পড়েছি। সংকট সমাধান না হলে আমাদের মতো বাইকারদের দৈনন্দিন কাজে নিদারুণ ভোগান্তি পোহাতে হবে।’ 

এদিকে চাটমোহরের একমাত্র ফিলিং স্টেশন ‘মেসার্স সালসাবিল ফিলিং স্টেশনে’ পেট্রল ও অকটেন শেষ হয়ে গেছে। কিছু মহাজন পেট্রল ও অকটেন মজুত করে বিক্রি করলেও, তা ফুরিয়ে গেছে। 

আজ রোববার দুপুরে ওই ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পেট্রল ও অকটেন না থাকায়, সেটি বন্ধ রয়েছে। উপজেলার হাট-বাজার ও রাস্তার মোড়ে মোড়ে, যে সব স্থানে এই দুইটি জ্বালানি বিক্রি হতো, সে সব স্থানেও আর পেট্রল ও অকটেন মিলছে না। 

সালসাবিল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী কেএম সাঈদ-ইল-ইসলাম কাফি বলেন, মজুত শেষে নতুন করে সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। আজ-কালের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত