চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সিফাতের ছোট্ট কাঁধে সংসারের দায়িত্ব
ঘড়ির কাঁটা বলছে সাড়ে ছয়টা বাজে। সবে কর্মব্যস্ত হতে শুরু করেছে সিরাজগঞ্জের কামারখন্দের রসুলপুর বাজার। কেউ এসেছেন বাজার করতে, কেউ সকালের নাশতা করতে, কেউ আবার আদরের সন্তানের জন্য নাশতা কিনছেন। তবে এ সময় দম ফেলার ফুরসত নেই চতুর্থ শ্রেণিতে পড়ুয়া সিফাত হোসেনের। ভোর থেকেই কাজে লেগে গেছে সে বাজারের এক চায়ের