‘একটা ছেলেই আমার, সেটাকেও পুলিশ গুলি করে মারল’
‘মনডার মধ্যে খুব কষ্ট, কইয়া বুঝাইতে পারব না। একটা ছেলেই আমার, সেটাকেও পুলিশ গুলি করে মারল। বিচার চাইলে আর কী হবে? বিচার চাইবো, করবো কে? ছেলডারে দাফন দিলাম, প্রশাসনের কেউ খোঁজও নেয়নি।’ একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে কথাগুলো বলছিলেন পুলিশের গুলিতে নিহত সাকিবুল ইসলাম সাজু (১৪) নামে কিশোরের পিতা খোকন মিয়া