হাজার বিঘা জমি দখল তদন্তে পিবিআই দল
দেবহাটায় ভূমিহীন জনগোষ্ঠীর ব্যানারে সহস্রাধিক বিঘা জমি ও মৎস্য ঘের রাতের আঁধারে জবরদখল, হামলা ও লুটপাটের ঘটনা তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তা জেলা পিবিআইর উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।