Ajker Patrika

প্রশাসনের সহযোগিতা চান খলিশাখালীর ভূমিহীনরা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪৮
প্রশাসনের সহযোগিতা চান খলিশাখালীর ভূমিহীনরা

দেবহাটার খলিশাখালীর ভূমিহীনরা সরকারি জমিতে বন্দোবস্তের উদ্যোগ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সম্প্রতি খলিশাখালীতে প্রভাবশালীদের কাছ থেকে সরকারি জমি নিজেদের দখলে নিয়েছেন ভূমিহীনরা। সেই জমি থেকে তাঁদের উচ্ছেদ করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার শত ভূমিহীন পরিবারের নারী-পুরুষের উপস্থিতিতে খলিশাখালী এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভূমিহীন পরিবারের সদস্য হরিপদ স্বর্ণকারের ছেলে সুনীল স্বর্ণকার বলেন, দেশ বিভাগের আগে গাতীদার চণ্ডীচরণ ঘোষের প্রজা ছিলেন তাঁর পূর্বপুরুষেরা। এরই সূত্র ধরে প্রজামূলে ডিএস কবলা, পাট্টা দলিল গ্রহণ করেন সেই সময়ের প্রজারা। ১৯৫২ সালে সুরেন চৌধুরী শিমুলিয়ার কাজী আব্দুল মালেকের সঙ্গে কিছু জমি বিনিময় করে। বাকি জমি ইজারা নিয়েছেন দাবি করে সে সময় প্রজাদের উচ্ছেদের চেষ্টা করতে থাকেন মালেক কাজীসহ তাঁর লোকজন। ভূমি জরিপ কর্মকর্তাদের হাত করে কাজী আব্দুল মালেকেরা এসএ রেকর্ড নিজেদের নামে করিয়ে নেন। পরবর্তীতে জালিয়াতি করে সব জমি তাঁরা তাঁদের ওয়ারিশদের নামে প্রিন্ট রেকর্ড করিয়ে নেন। এবং বিভিন্ন প্রভাবশালীর কাছে জমি বিক্রি ও তাতে মৎস্যঘের করতে থাকেন। একপর্যায়ে আমরা ভূমিহীনেরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের জমি পুনরুদ্ধারের জন্য দখলে নিয়েছি। জমি দখলের পর থেকে খলিশাখালী জনপদের নিরীহ ভূমিহীনদের ওপর হামলাসহ তাঁদের নেতৃত্বশূন্য করতে কয়েকজনকে তুলে নিয়ে গুলি করে হত্যার হুমকিও দিয়ে যাচ্ছেন তাঁরা।’

দখল-পরবর্তী প্রভাবশালীদের নানামুখী হুমকির ঘটনায় প্রতিকার চেয়ে খলিশাখালীর ১০০.৯৮ একর জমির মালিক দাবিকারী বিল কাজলার বিজয়কৃষ্ণ মণ্ডল বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৩২ জনের বিরুদ্ধে সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। গত বুধবার দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উভয় পক্ষের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সহকারী কমিশনার (ভূমি) তদন্তপূর্বক ওই জমির প্রকৃত মালিকানা সম্পর্কে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

জমির মালিকানা দাবিদার ডা. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের সব কাগজপত্র রয়েছে। রেকর্ডীয় জমি তারা জোর করে দখল করেছে। আমরা ওই জমি উদ্ধার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বর্তমানে ওই জমিতে ১৪৫ ধারা জারি করেছেন আদালত। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত