প্রলোভনে বাড়ি ছেড়েছে মিরপুরের সেই তিন ছাত্রী
এখনো উচ্চমাধ্যমিকের গণ্ডিই পার হননি। এর মধ্যেই জার্মানিতে উচ্চশিক্ষার প্রলোভন আসে। প্রতারক চক্রের পাল্লায় পড়েই তিন কলেজছাত্রী বাড়ি ছেড়েছেন। ইতিমধ্যে তাঁদের জার্মানিতে পাচার করা হয়েছে বলেও অনুমান ওই তিন ছাত্রীর পরিবারের সদস্যদের। এদিকে পুলিশ বলছে, নিখোঁজ ছাত্রীরা প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন ঠিকই, তবে